অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মন্ত্রণালয়ে স্বাক্ষরের পর সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতি বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলে তা গেজেট আকারে জারি করা হবে। এ ব্যাপারে বুধবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শৃঙ্খলাবিধির চূড়ান্ত খসড়া (ফাইনাল ড্রাফট) সুপ্রিমকোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে ফিরে এসেছে। আমি এটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করতে বলেছি। খুব শিগগিরই রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে; সর্বোচ্চ এক থেকে দুদিনের মধ্যে।
গত ২১ নভেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা অধস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলাবিধির চূড়ান্ত খসড়া সুপ্রিমকোর্টে পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্ট সেটি দেখে তা আবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এর আগে ১৬ নভেম্বর রাতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন আইনমন্ত্রী। ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, আমরা খসড়া বিধিমালা নিয়ে ঐকমত্যে পৌঁছেছি। এখন খসড়াটি রাষ্ট্রপতির কাছে পাঠাব। রাষ্ট্রপতি অনুমতি দিলে ৩ ডিসেম্বরের আগেই গেজেট প্রকাশ করতে পারব। সর্বশেষ চলতি মাসের ৫ নভেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ গেজেট প্রকাশে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন।