ঢাকার ৫০টি খালের বর্তমান অবস্থা ও অবস্থান নির্ধারণ, সীমানা নির্ধারণ, দখলদার ও দূষণকারীদের তালিকা তৈরি এবং খালগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ছয় মাসের মধ্যে একটি কর্মপরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এ দিন আদালত আগামী ১ জুলাই এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলে ২ জুলাই পরবর্তী শুনানির তারিখ রেখেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও আইনজীবী সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ঢাকার খাল নিয়ে গত অক্টোবর ও নভেম্বরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন যুক্ত করে গত মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি রিট আবেদনটি করে। যার ওপর আজ শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম