ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ৫৭ ধারা বাতিল করে অন্য আইনে তা ভিন্নরুপে যেন ফিরিয়ে আনা না হয়। ৫৭ ধারা যেন বাস্তবেই বাতিল করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টিআইবির কার্যালয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংলাপ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দুর্নীতি কমানোর জন্য অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন। দুর্নীতি না কমলে সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র্য কমবে না।
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এ বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নয়জন সাংবাদিক ও ফটোসাংবাদিককে পুরস্কৃত করে টিআইবি।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম