শিশুদেরকে সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘শিশু অধিকার আইন বাস্তবায়নে ও শিশু অধিকার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে। শিশু নির্যাতন করে কেউ পার পাবে না।’
মন্ত্রী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন-২০১৭’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
‘শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাইল্ড পার্লামেন্টের ১৫তম অধিবেশন অুনষ্ঠিত হয়।
আইনমন্ত্রী বলেন, ‘অনেক শিশু ও তরুণ ঝুঁকিপূর্ণ শ্রম, বাল্যবিয়ে, উন্নতমানের স্বাস্থ্যসেবার অভাব, অপুষ্টি, মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া, সহিংসতা ও নির্যাতন ইত্যাদি ঝুঁকির মধ্যে রয়েছে। যা সরকারের নজরে আছে।’
তিনি বলেন, ‘শিশু অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কনভেনশন অনুস্বাক্ষরকারী প্রথম কয়েকটি দেশের অন্যতম হলো বাংলাদেশ। ইউএনসিআরসিজি এবং সিআরপিডির অনুস্বাক্ষরকারী হিসেবে শিশুদের অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক দায়িত্ব মূলত রাষ্ট্রের ওপর। এ দায়িত্ব পালনের জন্য যে ধরনের পদক্ষেপ, পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া প্রয়োজন, তা নেওয়া হয়েছে এবং হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে এ সংক্রান্ত বিভিন্ন আইন, বিধি ও নীতি প্রণয়ন করা হয়েছে এবং শিশুর প্রতি সহিংসতা দমন বিষয়ক আইনগুলোকে আরও বেশি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
অধিবেশনে দেশের ৬৪টি জেলা থেকে আগত চাইল্ড পার্লামেন্টারিয়ানরা এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।