ভারত সরকারের একটি সমীক্ষায় উঠে এসেছে, ভারতে ৫৩ শতাংশেরও বেশি শিশু এক বা একাধিক ধরনের যৌন নির্যাতনের শিকার হয়।
রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ অহির বলেন, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় ২০০৭ সালে শিশু নির্যাতনের উপর একটি গবেষণা পরিচালনা করে। এতে ১৩টি রাজ্যের ১৩ হাজারেরও বেশি শিশু অন্তর্ভুক্ত ছিল।
৫৩ শতাংশের বেশি শিশু সাক্ষাৎকারে জানায় তারা এক বা এর অধিক রকমের যৌন নির্যাতনের সম্মুখীন হয়েছে। উত্তরদাতা শিশুদের মধ্যে ২১.৯০ শতাংশ ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে আর ৫০.৭৬ শতাংশ অন্য কোনো যৌন হয়রানির মধ্য দিয়ে গেছে।
অহির বলেন, ৫০ শতাংশ নির্যাতনকারী বাচ্চাদের পরিচিত। তবে তারা এ বিষয়ে কাউকে জানায় না।
রাস্তা, কর্মক্ষেত্র ও শিশুদের যত্ন নেওয়া প্রতিষ্ঠানগুলোতে যৌন নির্যাতনের এ ঘটনা বেশি ঘটে বলে জানান অহির।
আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম