শান্তিনগর এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত ঐতিহ্যবাহী খেলার মাঠটি সংরক্ষণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বুধবার (২৭ ডিসেম্বর) ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব, মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ), মহাপরিচালক, পরিবেশ অধিদফতর, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা; জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ কমিশনার, পুলিশ কমিশনারের কার্যালয়, সভাপতি, গভর্নিং বডি, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয় বরাবরে নোটিশটি প্রেরণ করা হয়েছে।
নোটিশে মাঠটিতে বিদ্যমান অননুমোদিত স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও ওয়াসার পানির পাম্পসহ সব স্থাপনা অপসারণপূর্বক মাঠটির স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যথাযথ রক্ষণাবেক্ষণ ও জনস্বার্থে খেলার মাঠ হিসেবে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রমনা থানাধীন ১৯নং ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগর এলাকায় অবস্থিত সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার কিশোরদের খেলার স্থান হিসেবে এ মাঠটি বিশেষ গুরুত্ব বহন করে আসছিল। দীর্ঘদিন ধরে মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণসামগ্রী রাখার জন্য মাঠটি ব্যবহার করে আসছে।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম