দেশের সর্বোচ্চ আদালতসহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নারী আইনজীবীরা সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন কেন পান না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এক আইনজীবী। একইসঙ্গে এসব পদে নারীদের সুযোগ দিলে তাঁরাও যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন বলেও বিশ্বাস এই আইনজীবীর।
দেশের প্রধানমন্ত্রী ও স্পীকার নারী হওয়া স্বত্বেও গণতন্ত্রচর্চার উৎকৃষ্ট জায়গা আইন অঙ্গনের নেতৃত্বের প্রধান দুই জায়গায় নারীরা উপেক্ষিত উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অ্যাডভোকেট নাহরিন তানিয়া লিখেছেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও ঢাকা বার এসোসিয়েশন এ প্রেসিডেন্ট সেক্রেটারি পদে কেন মহিলা আইনজীবী প্রার্থীরা নমিনেশন পান না? যেদেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার মেয়ে সেখানে এ দেশের সবচেয়ে গণতন্ত্রচর্চার জায়গা আইন অঙ্গনে সেই এসোসিয়েশন এর নির্বাচনে প্রধান দুই পদে মেয়েরা উপেক্ষিত। আমাদের বিশ্বাস মেয়েদের এ সুযোগ দিলে তাঁরা তাদের যোগ্যতা প্রমানের সুযোগ পাবেন।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম সোশ্যাল মিডিয়া ডেস্ক