সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার জন্য নতুন করে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩৪ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটার (দায়িত্বরত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২–এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।’
সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান, প্রতিকার চাকমা, iইয়াসমিন বেগম বিথী, তাইফুর কবির, সমরেন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আশেক মনির, মোহাম্মদ মোস্তফা জামাল, মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী টিকু, এম এ কামরুল হাসান খান (আসলাম), বেগম খালেদা বিজলী, মোঃ জাবের, মোঃ গোলাম মোস্তফা, খন্দকার বশির আহমেদ, মোঃ মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদুল ইসলাম তালুকদার, এস এম গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন (সেলিম), মোঃ এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচার্য্য, এ কে এম দাউদুর রহমান মিনা, এ কে এম আমীন উদ্দিন, ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মামুন (বাশার), রাফি আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, জেসমিন সুলতানা (শামসাদ), নুসরাত জাহান, কাজী ইবাদত হোসেন, মোঃ মনোয়ার হোসেন, রহিমা খাতুন, এমরান আহম্মদ ভূঁইয়া, অরবিন্দ কুমার রায় এবং এম ডি রেজাউল করিম এ পদে নিয়োগ পেয়েছেন।