সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি শহরের পৌর মেয়র ঘোষণা দিয়েছেন, কোনো গাড়ি ময়লাযুক্ত থাকলে তাহলে ৩ হাজার দিরহাম জরিমানা দিতে হবে।
আবু ধাবির পৌর শহরে বসবাসরত নাগরিক এবং পর্যটনকারী সকলকেই গাড়িকে পরিস্কার রাখার নির্দেশ দিয়েছেন। অন্যথায় তিন হাজার জরিমানার পাশাপাশি গাড়িও জব্দ করা হবে।
প্রথম লঙ্ঘনে অর্ধেক শাস্তি হবে আর দ্বিতীয়বার আইন লঙ্ঘন করলে পুরো জরিমানা ও জব্দ করা হবে। এবং গাড়ির উপর যাবতীয় ট্যাক্স মালিক থেকে আদায় করা হবে।
ইতিমধ্যেই আবু ধাবির পৌরসভা শিল্প এলাকার গোপন অভিযান চালিয়ে ১৭৮টি গাড়িকে আইন বিরোধী বলে গাড়িগুলোকে মালিককে সর্তক করেছে। তিন মধ্যেই তাদেরকে পৌরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের গাড়ি উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আগে অবকাশের সময় চারদিন ছিল এখন তিনদিন করা হয়েছে।
সূত্র : আল-আরাবিয়্যাহ