তিন ছাত্রীকে যৌন হয়রানি ও এক ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
তিন শিক্ষক হলেন- তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ও কমিটির আহ্বায়ক ড. মো. কামরুল আহসান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও কমিটির সদস্য ড. মো. মাকসুদ হেলালী এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রওশন মমতাজ।
আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় তাদেরকে হাইকোর্টে এসে তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন।
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম