রাজধানীর অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে শুক্রবার (১৯ জানুয়ারি) নির্ধারিত দিনে অফিসার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলাটি কার্য তালিকা থেকে বাদ দেন।
আদালত রিটকারীর আইনজীবীকে বলেছেন, শুক্রবার যেহেতু নির্বাচন, তাই আমরা এ বিষয়ে কথা বলতে চাই না। আপনি চাইলে অন্য কোর্টে যেতে পারেন। এরপর আদালত মামলাটি কার্য তালিকা থেকে বাদ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম।
প্রসঙ্গত, গত বুধবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেন ক্লাবের সদস্য মাহফুজুর রহমান। ওই রিটের শুনানি নিয়ে আদালতে এই আদেশ দেন।
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম