সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ জানুয়ারি) বেলা ২টায় সমিতির ২ নম্বর বার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির ৮ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ২০১৭ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ-বছরের অডিটর নাজিম উদ্দিন চৌধুরী এডভোকেট, কয়ছর আহমদ এডভোকেট ও দেবতোষ দেব এডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক অডিট রিপোর্ট অডিট কমিটির আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
মেম্বার্স প্রভিডেন্ট ফান্ডের ২০১৭ সনের বার্ষিক রিপোর্ট ফান্ডের চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী এডভোকেট সভায় উপস্থাপন করেন। উপস্থাপিত রিপোর্টটি সভা কর্তৃক সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব হোসেন আহমদ এডভোকেট ২০১৭ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতা এবং কর্মতৎপরতার ভিত্তিতে ২০১৭ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নির্বাচন কমিশনারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার জনাব মো. এমদাদুল হক এডভোকেট ১১ জানুয়ারি অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত পুন:নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সহ সভাপতি-০১ এডভোকেট মো. শফি আহমদ, সহ সভাপতি-০২ মো. এডভোকেট আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোছা. রাহিমা খানম রীমা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট পান্না লাল দাস ও এডভোকেট মো. মখলিছুর রহমান, সহ-সম্পাদক এডভোকেট মো. রব নেওয়াজ রানা, এডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীর ও এডভোকেট ইমরান আহমদ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন এডভোকেট মো. আব্দুস শহীদ, নোমান মাহমুদ, মো. আখতার হোসেন খান, আব্দুল মালিক, মো. আব্দুল ওদুদ, এ.কে.এম. ফখরুল ইসলাম, এ.এস.এম. আব্দুল গফুর, মো. আব্দুল মান্নান চৌধুরী, কঙ্কন কুমার রায়, প্রহলাদ চন্দ্র দেব ও মো. ইতরাত হোসেন চৌধুরীকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
পুন:নির্বাচিত সভাপতি মোহাম্মদ লালা এডভোকেট ও সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুছ এডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব হোসেন আহমদ এডভোকেটসহ সকল সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণ সভা করতালির মাধ্যমে স্বাগত জানান। পুন:নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য মাওলানা মুফতি মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
বিদায়ী কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি-১ এডভোকেট মো. সামছুল হক, সহ সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, যুগ্ম-সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, লাইব্রেরী সম্পাদক এডভোকেট বিকাশ রঞ্জন অধিকারী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. এমদাদুল হক, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো. নুরুল আমিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক এডভোকেট দিলরুবা বেগম কাকলী, সহ-সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ শিপন, সহ-সম্পাদক এডভোকেট প্রবাল চৌধুরী (পুজন), সদস্য এডভোকেট নোমান মাহমুদ, সদস্য এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সদস্য এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, সদস্য এডভোকেট আক্তার উদ্দীন আহমদ টিটু, সদস্য এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, সদস্য এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, সদস্য এডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী।
সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও পুন:নির্বাচিত মোহাম্মদ লালা এডভোকেট তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং সভাপতি হিসেবে গতবছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম