ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরী হত্যার ঘটনায় প্যানেল মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিহতের ভাই নাজিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখও অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
ওসি আরও জানান, এই মামলায় প্যানেল মেয়রসহ তাদের তিনভাইকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, মোবাইল, দুটি মোটরসাইকেল ও হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে। এর আগে এ ঘটনায় হিরা ও বাহাদুর নামের দুজনকে আটক করেছে পুলিশ।
গত ২০ জানুয়ারি সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ব্রিজের পাশ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফখরুল উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম