জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিন আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টা ৫৫ মিনিটে তিনি আদালতে পৌঁছান।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার বিচার চলছে।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। আদালত শুরুর আগে খালেদা জিয়া এজলাসের সামনে বামপাশে তার নির্ধারিত চেয়ারে বসেন। পরে বেলা ১২টা ১০ মিনিটে এজলাসে আসেন বিচারক আখতারুজ্জামান। পরে যুক্তিতর্ক উপস্থাপনের অনুমতি চান দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আসামি করা হয়। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলার অভিযোগ গঠন করেন।
জজকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম