বাবার মৃত্যুর পর সন্তানদের মধ্যে সম্পত্তির বণ্টন নিয়ে করা এক মামলায় শতবছর পর রায় দিয়েছেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট। রায়ে ইসলামি আইন অনুযায়ী, সব ওয়ারিশের মধ্যে সম্পদ ভাগাভাগির নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, ব্রিটিশ ভারতের রাজস্থানে ১৯১৮ সালে আলোচিত এ মামলাটি শুরু হয়েছিল। পরে দেশভাগের কারণে মামলাটি পাকিস্তান সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়।
মামলা সূত্রে জানা গেছে, শের খানের বড় ছেলে শাহাব উদ্দিন মারা যান ১৯১৮ সালে। এর পর ভাওয়ালপুরের ৭০০ একর জমি নিয়ে তার সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে মামলা হয়। কিন্তু বছর পেরিয়ে গিয়ে বিচার শেষ না হতে হতে ১৯৪৭ সালে দেশভাগ হয়ে যায়।
এরপর রাজস্থানের ভেতরে থাকা ভাওয়ালপুর চলে যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভেতরে। তখন মামলা পাকিস্তানে পাঠানো হয়। এরপর অনেক সময় বয়ে যায়। কিন্তু মামলা চলতেই থাকে। শেষমেশ ২০০৫ সালে মামলাটি উচ্চ আদালতে ওঠে।
পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায় দেন। এর মাধ্যমে শতবর্ষ ধরে চলা মামলার নিষ্পত্তি ঘটে।
মামলার রায়ে বলা হয়, ইসলামি আইন অনুযায়ী সব ওয়ারিশের মধ্যে সম্পদ ভাগাভাগি হবে। কোর্ট আরও বলেন, আমরা কাউকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করতে পারি না।
আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম