দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে।
আজ রোববার (১ এপ্রিল) সকালে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি।
সংগঠনটির সভাপতি গোলাম রহমান দুর্জয় বলেন, ‘ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে অনেকেই। কিন্তু এজন্য দায়ী মনমানসিকতা। যারা ধর্ষণ করে তারা একবারের জন্য ভাবে না, একজন নারীর গর্ভে জন্মেছে সেও। প্রতিদিন খবরের পাতা খুললে কিংবা ফেসবুকে ঢুকলে শুধু ধর্ষণের খবর চোখে পড়ে।
মানববন্ধনে বক্তাদের প্রশ্ন, ‘যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সংসদের স্পিকার একজন নারী, সেই স্বাধীন দেশে আমরা কেন চলাচল করতে আতঙ্কে থাকবো?’
প্রধানমন্ত্রীর কাছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির অনুরোধ, ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হোক। আইনের যথাযথ প্রয়োগ ধর্ষণ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
আগামী ৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদী সমাবেশ করবে বলেও মানববন্ধনে জানায় নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি।