প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পীকে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি খুলনা-২ আসনের সাংসদ ও খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বোন।
গত ২১ মার্চ আইন মন্ত্রণালয়ে থেকে অব্যাহতিপত্রটি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল সালাম মণ্ডলের স্বাক্ষর আছে ওই অব্যাহতিপত্রে। গতকাল রোববার (১ এপ্রিল) সেটি খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি কাজী আবু শাহীনসহ অন্যদের কাছে পৌঁছেছে।
কাজী আবু শাহীন বলেন, পদাধিকার বলে তাঁকেও ওই চিঠির একটি অনুলিপি পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘খুলনার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান শিল্পিকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় তাঁর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।’