চট্টগ্রামে এসিড ঢেলে এক যুবকের চোখ নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার আইনজীবী দম্পতি সুমিত ধর ও মৌমিতা দত্ত অ্যানি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামের মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে গতকাল বুধবার (৪ এপ্রিল) তারা জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ওই নারী তার প্রেমিককে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন।
এর আগে, গত শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার নতুন বাড়ি এলাকা থেকে সুমিত ও মৌমিতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওই দম্পতিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
ওই দম্পতিকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, তমালের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মৌমিতার ফেইসবুকে পরিচয়ের সূত্রে প্রেম হয়েছিল। পরে তমালের সঙ্গে সম্পর্কের অবনতি হলে মৌমিতা বিয়ে করেন সুমিতকে।
বিয়ের আগের ওই ঘটনার জের ধরে ২০১৭ সালের ১০ ফ্রেব্রুয়ারি তমালকে গনি বেকারী মোড়ে ডেকে এনে সুমিত ও তার সহযোগীরা তার চোখে-মুখে এসিড ঢেলে দেয় বলে অভিযোগ। ঘটনার পর তমালের বাবা বাবুল চন্দ্র দে কোতোয়ালি থানায় মামলা করেন।