বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে রাজধানীর কাওরান বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় কাওরান বাজার মোড় ও সেখানকার পাতাল সড়কের মুখে এই অভিযান শুরু হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীতে প্রায়ই চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা দেখা যায়। এতে অনেকে হাত হারাচ্ছে, অনেকের প্রাণহানিও হচ্ছে। মূলত ট্রাফিক আইন অমান্য করে যারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় রাজীবের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য তিনি ভর্তি হন ঢামেক হাসপাতালে। গণমাধ্যমে খবরটি ছবিসহ ছাপা হলে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান রাজীব। তার বয়স হয়েছিল ২২ বছর।