ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আইনজীবী ও পেশকার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল আদালতে এ ঘটনা ঘটে।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমার মামুন জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এক আসামি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় ওই আইনজীবী জামিনের আবেদন ফিরিয়ে নেওয়ার (চেক ব্যাক) জন্য আবেদন করেন। আদালত তাও নামঞ্জুর করেন। এ নিয়ে বিচারকের উপস্থিতিতেই আইনজীবী ও আদালতের স্টাফদের (পেশকার ও পিওন) সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।
পরে বিচারক চলে গেলে আদালতের স্টাফ ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে
এ ঘটনায় আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সব আদালত বর্জন করার ঘোষণা দিয়ে ম্যাজিস্ট্রেট এর প্রত্যাহারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ করেছেন।