সন্তানের নাম রাখার স্বাধীনতা সব মা-বাবারই রয়েছে। সব মা-বাবাই শখ করে সন্তানের নাম রাখেন। কিন্তু সন্তানের নাম রাখার জন্য এবার ইতালির এক দম্পতিকে তলব করেছে আদালত। তাদের আদালতে তলব করার কারণ তারা তাদের সন্তানের নাম রেখেছিলেন ‘বেনিতো মুসোলিনি’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনির নামের সঙ্গে মিল থাকার কারণেই মূলত আদালত তাদের তলব করেছে।
বেনিতো মুসোলিনি ১৯২৫ সালে ইতালিতে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেন, আর তা ধরে রেখেছিলেন ১৯৪৩ সাল পর্যন্ত। চরমপন্থি, জাতীয়বাদী, কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক মতাদর্শের কারণে ইতালিতে চরম বিতর্কিত এক চরিত্র হয়ে আছেন বেনিতো মুসোলিনি। আর ঠিক এই কারণেই আদালত ১৪ মাসের এই শিশুটির নাম নিয়ে তীব্র আপত্তি তুলেছে। আর তার বাবা-মা শখ করে বেনিতো রাখার পর তা হয়ে যায় বেনিতো মুসোলিনি।
আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই নাম চলবে না, বদলে অন্য কিছু রাখতে হবে। শিশুটির পারিবারিক পদবী মুসোলিনি।