সম্পদের হিসাব বিবরনী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেডের (পিজিবিএল) সাবেক উপ- ব্যবস্থাপক (ডিএম) আরশাদ হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে সব সম্পত্তি নিলামে বিক্রি তা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ জুন) ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
আদালতের পেশকার আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২৬/২ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে ৫০ লাখ জরিমানা করা হয়েছে।
‘রাষ্ট্রের অনুকূলে আগামী ১১ জুনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তা দিতে ব্যর্থ হয়ে থাকলে আরশাদের সব সম্পদ নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করার কথা বলা হয়।’
তবে সাজা ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না বলে জানান আদালতের পেশকার আশিকুর রহমান।