বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদের ব্যয়বহুল নির্বাচনী প্রচারণা দেখে মুগ্ধ না হয়ে বরং শংকিত হওয়া উচিত। কারণ নির্বাচিত হলে এই খরচ উঠিয়ে আনতেই তারা মনোযোগী হবেন। বা যারা তাদের এই অর্থের যোগান দিয়েছেন তাদের স্বার্থ রক্ষার্থেই নিয়োজিত থাকবেন। নির্বাচনী আইন অনুযায়ী যেই খরচের সীমা, তা যেন কোনোভাবেই কোনো প্রার্থী অতিক্রম না করতে পারে সেই দিকে খেয়াল রাখার সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের, অর্থাৎ জনগণের। যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের রাজনীতিতে আসার, জনপ্রতিনিধি হওয়ার, সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর মধ্যে একটি ব্যয়বহুল নির্বাচনী প্রচারণার এই বোঝা। রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হলে সবার আগে এই অত্যাধিক ব্যয়বহুল রাজনৈতিক প্রচারণার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
(আইনজীবী , গবেষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এর ফেইসবুক পেইজ থেকে নেয়া)