পদের নাম: এসোসিয়েট এ্যাডভোকেসি অফিসার
প্রতিষ্ঠানের নাম: Gana Unnayan Kendra (GUK)
খালি পদ: ০১
কাজের বিষয়বস্তু
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক এবং দাতা সংস্থা Oxfam-এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলায় বাস্তবায়নাধীন `REECALL-2021’ প্রকল্পে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৩ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স সর্বোচ্চ ৪০ বছর
- প্রতিষ্ঠিত এনজিওতে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি, ক্যাম্পেইন, কমিউনিটি মবিলাইজেশন বিষয়ে মাঠ পর্যায়ে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: কুড়িগ্রাম
বেতন
টাকা. ২২০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী
- খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/ এসএমএস /ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- সকল পদের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
- আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
আবেদনের ঠিকানা
আগ্রহী প্রার্থীগণকে আগামী জুন ২৮, ২০১৮ তারিখ বিকাল ৫ টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর প্রধান কার্যালয়; নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ অথবা সংস্থার ঢাকা কার্যালয়; বাড়ী নং-৯, সড়ক নং-১/বি, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ: জুন ২৮, ২০১৮
কোম্পানির তথ্যাবলী
Gana Unnayan Kendra (GUK)
ঠিকানা: গণ উন্নয়ন কেন্দ্র (GUK), নশরাতপুর, গাইবান্ধা-৫৭০০।
ওয়েব: www.gukbd.net