সম্প্রতি রাজধানীতে পুলিশের তল্লাশিচৌকিতে এক নারীকে হেনস্তার প্রতিবাদে গত বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। হেনস্তার প্রতিবাদে গত বুধবার নবনিতা নব নামের একজন ফেসবুকে ‘দেশ আমার, দিন আমার, রাতও আমার’ নামে একটি ইভেন্ট খোলেন। এতে দেশের পাঁচ হাজার নারী-পুরুষ যুক্ত হন। তাঁদের অনেকেই এই প্রতিবাদে যোগ দেন।