পদের নাম: ল’ অফিসার/ সিনিয়র ল’ অফিসার
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (অনার্স) এবং এলএলএম।
- বার কাউন্সিলের সদস্যপদ (বাধ্যতামূলক)
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- সিভিল কোর্ট বা মামলা পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
- বিভিন্ন সরকারি কার্যালয়ের আইনগত বিষয়াদি পরিচালনা করার অভিজ্ঞতা।
- ড্রাফটিং, ভূমি জরিপ, ভূমি ম্যাপিং এবং ভূমির (খতিয়ান) রেকর্ড বজায় রাখার অভিজ্ঞতা।
- স্ব-উদ্যোগী এবং স্ব-চালিত
- উদ্ভাবনের প্যাশন এবং সৃজনশীলতা
- দৃঢ় বিশ্লেষণাত্মক এবং যোগাযোগ ক্ষমতা
- মানুষকে প্রভাবিত করা এবং প্রতিশ্রুতি অর্জন
- দলীয় কাজ এবং দলীয় প্রতিশ্রুতি
- চাপের মধ্যে কাজ করার সামর্থ্য
- উচ্চ স্তরের পেশাদারী সততা
কর্মস্থল: ঢাকা
আবেদনের পূর্বে পড়ুন
প্রার্থীদেরকে খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে এবং সিভিতে যোগাযোগের ফোন/ সেল নাম্বার উল্লেখ করতে অনুরোধ করা হলো।
সিভি পাঠানোর ঠিকানা:
সম্ভাব্য প্রার্থীকে পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, সমস্ত একাডেমিক সার্টিফিকেটের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি সহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো:
মানব সম্পদ বিভাগ,
আবুল খায়ের গ্রুপ,
ডি.টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রার্থী ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারেন: opportunity@abulkhairgroup.com
যোগাযোগের নাম্বার: ০১৭১৩-১০৫৮৫৮
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ১৫, ২০১৮