সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেসব কোচিং সেন্টার এখনও চালু রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর খিলক্ষেত ও যাত্রাবাড়ীর কদমতলীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
খিলক্ষেত এলাকা থেকে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, পরীক্ষা চলাকালীন সময়ে সব কোচিং সেন্টার বন্ধ থাকার বিষয়ে সরকারের একটি নির্দেশনা রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে। একারণে র্যাব এসব কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
এদিকে, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া ও কদমতলী এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর একটি টিম।
র্যাবের অপারেশন অফিসার সিনিয়র এএসপি তানজিনা আশরাফি গণমাধ্যমকে বলেন, ‘ওই এলাকার একটি কোচিং সেন্টার সিলগালাসহ পরিচালককে ১০ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলছে।’