পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একাদশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এ ঘটনায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
স্পিকার শোক প্রস্তাবে উত্থাপন করে বলেন, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছে জাতীয় সংসদ। আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। এরপর সংসদ সদস্যদের সর্বসন্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।