৩৬ পিস সোনার বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটকৃত দুই কেবিন ক্রু হলেন, সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। তারা দু’জনই বাংলাদেশের নাগরিক।
সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তারা ঢাকায় আসেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস।
জানা গেছে, সায়মা আক্তারের অন্তর্বাস থেকে ২৬ পিস এবং ফারজানার অন্তর্বাস থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।