আমের মধ্যে যেন কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক (ক্যামিকেল) প্রয়োগ করতে না পারে সে বিষয়টি দেখতে রাজশাহী অঞ্চলের আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে অভিযান পরিচালনা করতে সার্ভিল্যান্স টিম গঠন করতে বলা হয়েছে। যাতে এই টিম সময়ে সময়ে অভিযান পরিচালনা করে আমে ক্যামিকেল মেশানো রোধ করতে পারে।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহীর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনে পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।