গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে চারজন টাউটকে আটক করা হয়েছে। জেলা আইনজীবী সমিতি অফিসের আশেপাশে বিভিন্ন পরিচয়ে ঘুরে বেড়ানো এই চারজনকে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) আটক করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি এজাহার দায়ের করে আটক চারজনকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মঞ্জুর মোর্শেদ আরও জানান, এই চার টাউট কেউ আইনজীবী পরিচয় দিতো আবার কেউ নিকাহ রেজিস্ট্রার (কাজী) পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণে ঘুরে বেড়াতো। বিচারপ্রার্থীদের বিভ্রান্ত করে অর্থ আত্মসাৎ করতো।
গাজীপুর আদালতে ঘটনার প্রত্যক্ষদর্শী এক বিচারপ্রার্থী জানান, এভাবে যদি প্রতিটা স্থানে শুদ্ধি অভিযান চালানো হয় তবে নিশ্চিত সম্মান হানীর ভয়ে হলেও অনেকে সঠিক পথেই রাখতো নিজেদের। সাধারণ বিচারপ্রার্থী হিসেবে আমরা চাই আইনজীবী সমিতি এসব টাউট নিধনে নিয়মিত অভিযান পরিচালনা করবে। এতে করে বিচারপ্রার্থীরা প্রতারণার হাত থেকে রেহাই পাবে।