বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আজ বুধবার (২৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট করেন। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
রিটে স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ৬৭ জনকে বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে সায়েদুল হক সুমন জানান, দেশের সর্বত্র যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি হচ্ছে। নিয়ম না জেনে এসব ওষুধ খেয়ে দিন দিন মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
অ্যান্টিবায়োটিক ওষুধকে স্লো পয়জন উল্লেখ করে এ আইনজীবী বলেন, এভাবে যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি হলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে। এর থেকে পরিত্রাণ পেতে রিটে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার নির্দেশনা চাওয়া হয়েছে।