বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ১৪ জন সহকারী জজের চাকরি স্থায়ী করেছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চাকরিতে যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ স্থায়ী করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ ইফতেখার বিন আজিজ স্বাক্ষরিত আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনে (প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২) এ তথ্য জানানো হয়েছে।
চাকরি স্থায়ী হওয়া ১৪ জন জুডিশিয়াল কর্মকর্তা হলেন- রত্না সাহা, মোঃ সোয়েবুর রহমান, সাতিয়া মুনতাহা, রকেয়া আক্তার, ফাতিমা খাতুন, ফারিন ফারজানা, নাহিদ আক্তার জুলিয়েট, ইশরাত জাহান পুনম, ফাতেমা বেগম মুক্তা, রায়হান চৌধুরী, ফারহা নূর রহমান, মুহসিনা হোসেন তুষি, সুবর্না সেঁজুতি, আনোয়ার হোসেন সাগর।