সুপ্রিম কোর্টের প্রস্তাবিত ২০ তলা প্রশাসনিক ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। একইসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবন বিশেষজ্ঞ প্রকৌশলী টিম দিয়ে পরীক্ষার দাবি জানান তারা।
আজ রোববার (৭ জুলাই) দুপুরে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। মানবন্ধনে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত ২০ তলা প্রশাসনিক ভবন নির্মাণ সময়ের দাবি বলে মন্তব্য করেন আইনজীবীরা।
এর আগে ২০১৭ সালের ২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়। ২০ তলা ভবনের প্রস্তাবিত প্রকল্পে মোট ব্যয় ধরা হয় ৩২১ কোটি ৫৯ লাখ টাকা। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে রাজধানীর শূন্য দশমিক ৯৫ একর জমিতে ২০ তলা ভিত্তির উপরে ওই ভবন নির্মাণের প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাবের নথি থেকে জানা যায়, ভবনের মোট আয়তন ৪৯ হাজার ৪৫০ দশমিক ৭১ বর্গমিটার। থাকবে ১২০০ রানিং মিটার কম্পাউন্ড ড্রেন, তিন হাজার বর্গমিটার আরসিসি রোড কাম ফুটপাথ। ভবনটি ঘেরা থাকবে ৫০০ রানিং মিটার সীমানা দেয়ালে। ভবন চত্বরে থাকবে দুই লাখ গ্যালন ধারণ ক্ষমতার ভূগর্ভস্থ জলাধার। থাকবে কার, ডাবলডেকার, মটরসাইকেল গ্যারেজ।
আরও থাকবে ৪০০ আসনের একটি কনফারেন্স রুম, দুটি ক্যাফেটেরিয়া, একটি সুইমিংপুল, একটি হেলিপ্যাড, ১৮২টি চেম্বার, লিগ্যাল এইড অফিস, মেডিক্যাল সেন্টার, ডে-কেয়ার সেন্টার, লাইব্রেরি, জিমনেশিয়াম ইত্যাদি।