প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। আগামী ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সোমবার (৮ জুলাই) এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ১৪ থেকে ১৯ জুলাই বিদেশে অবস্থান করবেন। তাঁর বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন গত রবিবার (৭ জুলাই) জারি করা হয়েছে।