শহরের গাড়িগুলো ঝকঝকে রাখতে অভিনব এক আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। সেটি হলো উন্মুক্ত স্থানে কোনো নোংরা গাড়ি রাখলেই গুনতে হবে জরিমানা।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শহরটির উন্মুক্ত পার্কিংয়ের জায়গাগুলোতে কোনো নোংরা গাড়ি রাখা যাবে না। রাখলে ৫০০ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫০০ টাকার সমান। এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, নোংরা গাড়ির মতো বস্তু শহরকে কলঙ্কিত করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শহরের নোংরা গাড়ি পরিষ্কারে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দুবাই কর্তৃপক্ষ। শহরের যেসব বাসিন্দা গ্রীষ্মের ছুটিতে যাচ্ছেন, তাঁদের এই বিষয় মনে করিয়ে দিতে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কর্তৃপক্ষ। নগর পরিদর্শকেরা এরই মধ্যে নেমে পড়েছেন শহরের নোংরা গাড়ি চিহ্নিত করতে। এরপর ওই সব গাড়িতে একটি বিশেষ বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হচ্ছে। তাতে লেখা আছে, আগামী ১৫ দিনের মধ্যে এই গাড়ি পরিষ্কার না করলে কর্তৃপক্ষ নিয়ে যাবে।
বিশ্বব্যাপী ভ্রমণপিপাসু ও অবকাশ যাপনকারীদের কাছে বেশ প্রিয় দুবাই। এই শহরকে ঘিরে যে পর্যটনশিল্প গড়ে উঠেছে, সেটি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটনের কথা মাথায় রেখেই দুবাই কর্তৃপক্ষ নোংরা গাড়ি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা চাইছে, শহরটি যেন সব দিক থেকেই পর্যটকদের আকর্ষণ করে। অন্যদিকে কঠোরভাবে আইন মানার ক্ষেত্রেও সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট খ্যাতি আছে।