নরসিংদীর পলাশে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হারানোর নাটক সাজিয়ে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার (২৪ জুলাই) পলাশ থানায় মানব পাচারের মামলা করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশু দত্তক নেওয়া মা রেক্সনা বেগম, নানি রানু বেগম ও পরবর্তী সময়ে দত্তক নেওয়া বাবুল মিয়া।
পুলিশ বলছে, উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের নান্নু মিয়ার মেয়ে রেক্সনা তিন মাস আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলাউদ্দিনের কাছ থেকে তাওহিদ নামের শিশুটিকে দত্তক নেন। পরে ১২ হাজার টাকার বিনিময়ে গাজীপুরের কাপাসিয়ার দক্ষিণগাঁও গ্রামের বাবুল মিয়ার কাছে তাওহিদকে বিক্রি করে দেন তিনি। বিষয়টি ধামাচাপা দিতে শিশু তাওহিদকে হারানোর নাটক সাজানো হয়। গত রোববার সন্ধ্যায় রেক্সনার বাবা নান্নু মিয়া ‘তাওহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না’ মর্মে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন তাওহিদের সন্ধান চেয়ে এলাকাজুড়ে মাইকিংও করা হয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় রেক্সনার মা রানু বেগমের প্রতি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে তাওহিদকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে মানব পাচারের মামলা করা হয়েছে।