ক্রমেই ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার প্রাণ গেলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কোহিনূর বেগম নিলার (৩৩)।
পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত কোহিনূর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) দিনগত রাত ১ টা ১৫ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কোহিনূরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সিটি হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানান, ডেঙ্গু আক্রান্ত কোহিনূরকে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ক্রমেই অবস্থার অবনতি হওয়ার একপর্যায়ে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১ টার দিকে কোহিনূরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, এসআই কোহিনূরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।