যৌতুকের মামলায় স্বামীকে খালাস দেওয়ায় সেলিনা আক্তার (২৬) নামে এক নারী আদালত ভবনে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর এজলাসের বাইরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওই নারী বিষ পান করেন। পরে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওই নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পাওয়া মাত্র পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ সর্ম্পকে জানতে চাইলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট যিষু কান্তি দাশ বলেন, ‘সেলিনা আক্তার ২০১৮ সালে তার স্বামী মোহাম্মদ জাশেদের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য ছিল। সাক্ষ্য প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুনানি শেষে আদালত জাশেদকে খালাস দেন। এর পরপরই ওই নারী এজলাসের বাইরে বিষ পান করেন।’