আসন্ন আইনজীবী অন্তর্ভুক্তির প্রিলি (MCQ) পরীক্ষার ফরম ফিলাপের সময় বর্ধিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ফলে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন পরিক্ষার্থীরা।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বার কাউন্সিল সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষার ফরম ফিলাপ কার্যকরম আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
এর আগে, গত ২৮ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম ফিলাপ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইতোমধ্যে যে সকল প্রার্থীদের শিক্ষানবিশ কাল (পিউপিলেজ) ছয় মাস পূর্ণ হয়েছে এবং বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন তারা পরীক্ষার নির্ধারিত ফি এওং অন্যান্য কাগজপত্রসহ ফরম জমা দিতে পারবে।
উল্লেখ্য, প্রতিবছর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও প্রায় দুই বছর পর বার কাউন্সিল এনরোলমেন্ট এম.সি.কিউ পরীক্ষা আসছে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।