দেশের সেরা করদাতার তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৮-১৯ করবর্ষে দেশের সেরা কর দাতা হিসেবে মনোনীতদের মধ্যে রয়েছেন পাঁচজন আইনজীবী। এনবিআর করা সেই তালিকায় গত মঙ্গলবার (৫ নভেম্বর) সরকার গেজেট প্রকাশ করেছে।
খেলোয়াড়, শিল্পী (গায়ক/গায়িকা), অভিনেতা/ অভিনেত্রী, সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ক্যাটাগরি, নারী, তরুণ, ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, অ্যাকাউন্ট্যান্ট, নতুন ও অন্যান্য ক্যাটাগরিতে মোট ৭৪ জন দেশের সেরা কর দাতা হিসেবে মনোনীত হয়েছেন।
দেশের সেরা কর দাতার তালিকায় আইনজীবী ক্যাটাগরিতে মনোনীতরা হলেন- সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার নিহাদ কবির, অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও ব্যারিস্টার রফিক-উল-হক।
উল্লেখ্য, জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৪টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। ৫৭ কোম্পানির মধ্যে সেরা করদাতার তালিকায় নাম রয়েছে ইসলামী ব্যাংকের।