মামলার বিবাদী বা আসামির পক্ষে কোনো আইনজীবী না পাওয়া গেলে দেশের ৬৪ জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট বারের সভাপতি ও সম্পাদককে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে মামলা পরিচালনা করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দিয়েছেন।
আদেশের বিষয়টি ব্যারিস্টার এম আতিকুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট আদালতের বারের সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী যদি কোনো মামলার বাদী হন, তাহলে আসামিপক্ষে অন্য কোনো আইনজীবী মামলা পরিচালনার জন্য দাঁড়াতে পারবেন না।
এর আগে আইনজীবী বাদী হলে আসামিরা কেন আইনজীবী পাবেন না তার কারণ ব্যাখ্যা করতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও সম্পাদক শহীদুল আলম শহীদকে তলব করেন আদালত। তলবের পরিপ্রেক্ষিতে তারা মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে মামলার শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।