বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনজীবীরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাধারণ মানুষের জন্যও তাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। বিশ্বায়নের এ যুগে সমাজে সব ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
সোমবার ঢাকা আইনজীবী সমিতির চতুর্থ তলায় সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ঢাকা বার চাপ্টারের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সালাহউদ্দিন বলেন, মাদকের বিস্তার, মূল্যবোধের অবক্ষয়সহ বিভিন্ন কারণে নারী নির্যাতন বাড়ছে। নারী নির্যাতন প্রতিরোধে এলাকা ভিত্তিক সামাজিক অনাচার প্রতিরোধে আইনজীবীদের কাজ করতে হবে। তিনি বিনামূল্যে নির্যাতনের শিকার প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।
সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ঢাকা বার চাপ্টারের সভাপতি অ্যাডভোকেট মোঃ আয়ুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ন্যশনাল চাপ্টারের জেনারেল সেক্রেটারি ও ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। সভা পরিচালনা করেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ঢাকা বার চাপ্টারের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা।
আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গাজী মোঃ শাহ আলম, অ্যাডভোকেট ফিরোজুর রহমান মন্টু, অ্যাডভোকেট সেলিম জাভেদ, অ্যাডভোকেট শাহ আলম ইকবাল, অ্যাডভোকেট মো: জগলুল কবির, অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, অ্যাডভোকেট মোঃ আলী আহমেদ, অ্যাডভোকেট মোঃ আলমগীর খান, অ্যাডভোকেট সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দিপা, অ্যাডভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাদ, অ্যাডভোকেট সাহিদা পারভীন নদী ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জয় প্রমুখ।