আইনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার আদ্যোপান্ত
বঙ্গভবন

রাষ্ট্রপতির সঙ্গে বিচারকদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ শনিবার

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজ ও সমপর্যায়ের বিচারকরা।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিচারকরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে অংশগ্রহণের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।