আদালতের আদেশ স্বত্ত্বেও জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ ইউনিট স্থাপনে ব্যর্থতার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক আমিনুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। দেশের জেলাসমূহের সরকারি হাসপাতালগুলোতে ৩০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর বিষয়ে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) প্রস্তুত সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
এক রিটের ধারাবাহিকতায় শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বশির আহমেদ।