রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরকিয়ার জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন পুঠিয়া থানার বিরালদহ গ্রামের উমেদ আলীর পুত্র হাসান হাবীব।
আদালত পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন।
ঘটনার সূত্রে জানা যায়, পুঠিয়া থানার বিরালদহ গ্রামের মৃত দুলাল আলী মন্ডলের পুত্র রাশেদুলের সাথে একই থানার কান্দ্রা গ্রামের আঃ আজিজের কন্যা সাগরী বেগম (২৪) এর সাথে শরিয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের সাগর (১০) নামে একটি পুত্র সন্তান আছে। রাশেদুল বাড়িতে অধিকাংশ সময় অনুপস্থিত থাকার কারনে তার স্ত্রী সাগরী বেগম অজ্ঞাতনামা ব্যক্তির সাথে পরকিয়ায় জড়িয়ে পরেন। কিছুদিন আগে সাগরী বেগম পরকিয়ায় আসক্ত হয়ে শিশু সন্তানকে রেখে ভিকটিমের সাড়ে চারলক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। গত ২৯ নভেম্বর স্ত্রীকে খবর দিয়ে রাশেদুল বাড়িতে আনলে দুপুর আনুমানিক ১২:০০ টার সময় ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। অতঃপর ভিকটিমের মাথা ঘোরাসহ বমি বমি ভাব হলে রাশেদুল মোবাইল ফোনে বাদীর চাচাত ভাই হাসান হাবীবকে জানালে বাদী দ্রুত ভিকটিম রাশেদুলকে নিয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা ৪:২৫ মিনিটে ভর্তি করেন। একই দিন ভিকটিমের সন্ধ্যা ৬:১৫ মিনিটের সময় মৃত্যু হয়।
বাদীর অভিযোগটি আমলে গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার।