দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ ৮ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত আসামিদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন।
শওকত মাহমুদ ছাড়া জামিন পাওয়া বাকি আসামিরা হলেন- মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল-আমিন।
আদালতে জামিনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত ২৬ নভেম্বর হাইকোর্টের সামনে অবস্থান কর্মসূচিতে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়। একই মামলায় এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ আরও বেশ কয়েকজন আগাম জামিন পেয়েছেন।