ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে যদি আইটি বিষয়কে পাঠ্য করা যেতে পারে তবে আইনের শাসন প্রতিষ্ঠায় স্কুল-কলেজে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইনের বিষয়গুলো পাঠ্য করতে বাঁধা কোথায়, এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রাজশাহী ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুলা) এর বর্তমান সভাপতি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট নাহিদ সুলতানা বলেছেন, সমাজের সামগ্রিক উন্নয়নের দায় শুধুমাত্র আইনজীবীর নয়। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের প্রতি পরামর্শ হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আইনের সাধারণ বিষয়গুলো পাঠ্য করা। শুধুমাত্র আইন-আদালত এবং বিচারক-আইনজীবীর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার ভার দিয়ে রাখলে চলবে না। রাষ্ট্রের সকল নাগরিককে আইন জানানো ও তা মান্য করার বিষয়ে উৎসাহিত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে যদি আইটি বিষয়কে পাঠ্য করা যেতে পারে তবে আইনের শাসন প্রতিষ্ঠায় স্কুল-কলেজে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইনের বিষয়গুলো পাঠ্য করতে বাঁধা কোথায়?