মাতৃদুগ্ধ সংরক্ষণে ‘মিল্ক ব্যাংক’ স্থাপনের বিরোধিতা করে এবং এ ব্যাপারে যথাযথ শর্তারোপ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে ‘মিল্ক ব্যাংক’ ইস্যুতে আইনগত ও ধর্মীয় সমস্য রয়েছে উল্লেখ করে বলা হয়, ইসলাম ধর্মমতে, কোন শিশু কোন মহিলার দুধ পান করলে ওই মহিলা ওই শিশুর দুধ-মাতা হয়ে যায় এবং উক্ত মহিলার সন্তানরা উক্ত শিশুর ভাই/বোন হিসেবে গণ্য হয়। ফলশ্রুতিতে বাংলাদেশে উক্ত ‘মিল্ক ব্যাংক’ স্থাপনের ফলে একই মায়ের দুধ পানের কারণে ভবিষ্যতে ভাই বোনের মধ্যে বিয়ে হওয়ার আশংকা রয়েছে যা চরমভাবে সামাজিক অরাজকতা সৃষ্টি করবে। পাশপাশি ইসলাম ধর্ম অনুযায়ী ভাই ও বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ এবং তা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন “মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়ত) প্রয়োগ আইন, ১৯৩৭” এর সরাসরি লঙ্ঘন।
নোটিশে ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ), নবজাতক পরিচর্যা কেন্দ্র (স্ক্যানো), নবজাতক আইসিইউ (এনআইসিইউ) এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে ।