ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মনিরুজ্জামান লিঙ্কন।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও প্রোক্টরকে এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, গত রোববার (২২ ডিসেম্বর) ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ২০১৮ সালের ৩০ জুন থেকে সবশেষ ডাকসু ভবনে হামলাসহ সর্বমোট সাতবার নুরের ওপর হামলা হয়েছে। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও হামলা থামেনি।
ডাকসু ভিপি কেবলামাত্র একজন নাগরিক নন তিনি একটি প্রতিষ্ঠান উল্লেখ করে নোটিশে ভিপি নুরের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।